মরহুম গিয়াসউদ্দীন ভূঞা, পিতা: মরহুম সদরউদ্দীন ভূঞা। বিংশ শতাব্দীর প্রাকলগ্ন ১৯০৪ইং সনে এই প্রথিতযশা ব্যাক্তি আমিরগঞ্জ গ্রামের "বড় বাড়ি'র অভিজাত ক্রোড়ে জন্ম গ্রহণ করেন। তিনি বৃহত্তর আমিরগঞ্জ ইউনিয়ন (চর-আড়ালিয়াসহ) এ অত্যান্ত দক্ষতার সাথে একাধিকবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। জনপ্রতিনিধিত্ব ছাড়াও সারাজীবন তিনি সমাজ উন্নয়নের কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তীক্ষ্ন বুদ্ধিসম্পন্ন ও জনসেবায় আত্ননিবেদিত গিয়াসউদ্দীন ভূঞা যেমন চেয়ারম্যান হিসেবে ছিলেন কিংবদন্তীতুল্য, তেমনি ন্যায় বিচারেও ছিলেন অতুল্য।ছোট্ট পরিসরে এক বর্ণাঢ্য জীবনযাপন শেষে ১৯৯২ইং সনে তিনি ৮৮ বছর বয়সে পরলোক গমন করেন। ব্যক্তিগত জীবনে তিনি ৪ পুত্র ও ৩ কণ্যা সন্তানের জনক। আপন কর্মের মহিমায় আজো তিনি বেঁচে আছেন ইউনিয়নবাসীর স্মৃতির মণিকোঠায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস