মরহুম মৌলভী আবদুর রহমান মাষ্টার, পিতা: মরহুম আবদুর রহিম বক্স মোল্লা। ১৯০৫ইং সনে হাসনাবাদ গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন তিনি। অত্যান্ত মেধাবী, তীক্ষ্নধী আ: রহমান মাস্টার শিক্ষাকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি সুদীর্ঘকাল বালুয়াকান্দি, মনিপুরা ও আদিয়াবাদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ইংরেজি ভাষার উপর তাঁর দক্ষতা ছিল ঈর্ষণীয়। শিক্ষকতার পাশাপাশি তিনি সমাজসেবায় মনোনিবেশ করেন। তিনি একাধিকবার ইউপি সদস্য ও চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ন্যায় বিচারের জন্যে তিনি খ্যাতি অর্জন করেন। স্বাধীনতা-পূর্ব সময়ে হাসনাবাদ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় আ: রহমান মাস্টার অন্যতম ভূমিকা পালন করেন। তিনি এ প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং হাসনাবাদ ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন। চেয়ারম্যান থাকাকালীন সময়ে তিনি ইউনিয়নের ব্যাপক উন্নতি সাধন করেন। তিনি ৭ পুত্র ও ৩ কন্যা সন্তানের জনক। পুত্র এ.কে.এম. রেজাউল করিম (হাসিব মাস্টার) কর্মজীবনের শুরুতে পিতার পদাঙ্ক অনুসরন করলেও পরে ব্যবসা, রাজনীতি ও সমাজ সেবায় নিয়োজিত হন। এ.কে.এম. জাওয়াদুল করিম আসাদ, এ.কে.এম. ফজলুল করিম ফারুক ও এ.কে.এম ফইজুল করিম ফোরকান তাঁর সুযোগ্য সন্তান হিসেবে সক্রিয়ভাবে সামাজিক কর্মকান্ডে জড়িত রয়েছেন। ১৯৯৪ সনের ১৪ই জুলাই এই মহান পুরুষ বিশাল এক কর্মময় ও বর্ণাঢ্য জীবন শেষে অসংখ্য ছাত্র, ভক্ত, শুভানুধ্যায়ীদের শোকসাগরে ভাসিয়ে পরলোকে যাত্রা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস