গ্রামীন ব্যাংক আমীরগঞ্জ রায়পুরা শাখা, নরসিংদী এরিয়া, নরসিংদীযোন। শাখার কোড নং-০৯১৯-০১৯২ অত্র শাখার কার্যক্রম চালুহয় জানুয়ারী ১৯৯২ সালহতে।
শাখার তথ্য: শাখারকর্মকর্তা/কর্মচারী সর্বমোট ১০জন। মোট কেন্দ্র সংখ্যা: ৭৭টি, গ্রুপ সংখ্যা: ৭৫৬টি, মোট সদস্য সংখ্যা: ৫০২৩জন। সদস্যদের মধ্যে সকলেই মহিলা। মোট ৭৭টি গ্রামে অত্র শাখার কর্যক্রম পরিচালিত হচ্ছে।
ভূমিহীন, ভিত্তহীন, গ্রামের অবহেলিত গরীব মহিলাদেরকে সদস্যের অন্তরভূক্তকরে আর্থসামাজিক উন্নয়নের জন্য সামাজিক মর্যাদা বৃদ্দির লক্ষে ঋনদানের মাধ্যমে কর্মমূখীকরা এবং স্বাবলম্বি করাই হলো আসল উদ্দেশ্য।
গ্রামীন ব্যাংক, আমীরগঞ্জ, রায়পুরা শাখা বর্তমান খালী ২৮০০জন, সদস্যদের ছেলে/মেয়েদের নাম মাত্র সার্ভিস চার্জে ঋন দেয়া হয়েছে ৩২ জনকে। যারা বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। তাছাড়া প্রতি বছর ইপ্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে উপ বৃত্তি দেয়ার প্রথাচালু আছে। এছাড়া সমাজের সবচেয়ে অবহেলিত ভিক্ষুকদেরকে সুদবিহীন ঋন দেয়া হয়েছে ৪২ জনকে। গ্রামীন ব্যাংকের সদস্যদের সকল প্রকার ঋন ইবীমার আওতায়। কোন সদস্য ঋন নিয়ে মৃত্যুবরন করলে কিংবা সদস্যের স্বামী মৃত্যুবরন করলে ঋন বীমা তহবিল হতে ঋন ও সুদ মওকুফ করা হয়। কোন সদস্য মৃত্যুবরন করলে কেন্দ্রীয় অনাদকালীন তহবিল হতে দাফন-কাফন সমপন্ন করার জন্য অনুদান হিসাবে মৃত্যু ব্যক্তির উত্তরাধিকারীকে দেয়া হয়।
সদস্যদের ক্ষুদ্র ঋনের পাশা-পাশি সাপ্তাহিক সঞ্চয়ও গ্রামীন পেনশন স্কীম (জি.পি.এম.) হিসাব চালু আছে। উক্তি হিসাব শুধুমাত্র সদস্যদের জন্যই প্রযোজ্য। এছাড়া সাধারন ব্যাংকিং কার্যক্রম যেমন: সঞ্চয়ী, চলতি, এফ.ডি.আর, মাসিক মুনাফা স্থায়ী আমানত হিসাব সদস্যদের পাশা-পাশি যে কেউ খুলতে পারবে।
গ্রাম: হাসনাবাদ বাজার,
ডাকঘর: বাজার হাসনাবাদ,
আমীরগঞ্জ রায়পুরা শাখা,
নরসিংদী এরিয়া,
নরসিংদী যোন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস