মৌলিক তথ্য:
১। সীমানা:
উত্তরে আদিয়াবাদ ও ডৌকারচর ইউনিয়ন।
দক্ষিণে চরআড়ালিয়া ও করিমপুর ইউনিয়ন।
পূবে হাইরমারা ও মির্জানগর ইউনিয়ন।
পশ্চিমে হাজীপুর ও নজরপুর ইউনিয়ন।
(উত্তর-পশ্চিম, আড়িয়াল খাঁ পশ্চিম, দক্ষিণ মেঘনার উপ-শাখা)
২। ইউনিয়নের আয়তনঃ : ১৬.২৫ বর্গকিলোমিটার
৩। লোক সংখ্যা: : ৫০,৭৫০জন
ক) পুরুষ : ২৫,২৩৫ জন
খ) মহিলা : ২৫,৫১৫ জন
৪। ভোট কেন্দ্র:
ক. জাতীয় সঙসদ- : ৭টি
খ. ইউনিয়ন পরিষদ : ৯টি
৫। ভোটার : প্রক্রিয়াধীন।
৬। গ্রাম : ২৩টি
৭। নদ-নদী : ২টি (মেঘনা, আড়িয়ালখা উপ-শাখা)
৮। মসজিদ : ১৭৫টি
৯। উল্লেখ্যযোগ্য ও ওয়াক্ফকৃত কবরস্থান: ৩৫টি
ক. ইউনিয়ন কেন্দ্রীয় কবরস্থান : বালুয়াকান্দি।
১০। ঈদগা : ১৫টি. (ইউনিয়ন কেন্দ্রীয় ঈদগা: বালুয়াকান্দি)
১১। মন্দির : ৫টি
১২। টেলিফোন এক্সচেঞ্জ : ১টি
১৩। গ্যাস বাল্ব স্টেশন : ১টি
১৪। রেলওয়ে স্টেশন : ১টি
১৫। হ্যান্ডলোম সার্ভিস সেন্টার : ১টি
১৬। প্রেসক্লাব : ১টি
১৭। পাঠাগার : ২টি
১৮। ব্রাঞ্চ পোষ্ট অফিস : ২টি
১৯। বরফ কল : ৩টি
২০। মহিলা হস্তশিল্প : ২টি
২১। রাইছ ও ফ্লাওয়ার মিল : ৮টি
২২। ইট ভাটা : ১টি
২৩। তেলের ঘানি : ১টি
২৪। সিনেমা হল : ১টি
২৫। সড়ক ও যোগাযোগ:
ক. রেল পথ : ৫কি:মি: প্রায়।
খ. পাকা রাস্তা : এল.জি.ই.ডি. ১৮কি:মি:
গ. জেলা পরিষদ : ৩.১২ কি:মি:
২৬। আধা পাকা রাস্তা:
ইউনিয়ন পরিষদ : .৭৩৬ কি:মি:
২৭। কাচা রাস্তা : ১০২ কি:মি:
২৮। যোগাযোগ ব্যবস্থা : ক. রেল পথ, খ. সড়ক পথ, গ. নৌ পথ।
২৯। শিক্ষা প্রতিষ্ঠান:
* কলেজ : ১টি
* আলীয়া মাদ্রাসা : ১টি
* মাধ্যমিক বিদ্যালয় : ২টি
* বালিকা বিদ্যালয় : ১টি
* সরকারী প্রাথমিক বিদ্যালয় : ৮টি
* বে সর: রেজি: প্রা: বিদ্যালয় : ২টি
* কমিউনিটি প্রা: বিদ্যালয় : ৩টি
* কিন্ডারগার্টেন : ৫টি
* এবতেদায়ী মাদ্রাসা : ১টি
* মসজিদ ভিত্তিক গণ-শিক্ষা কেন্দ্র : ১৪টি
* মসজিদ ভিত্তিক নূরাণী শিক্ষা কেন্দ্র: ৯টি
* উপ আনুষ্ঠানিক: প্রা: (ব্রাক) শিক্ষা: ৫টি
* হাফিজিয়া মাদ্রাসা : ৩টি
* দরসে নেজাম মাদ্রাসা : ১টি
* ফোরকানিয়া মাদ্রাসা : ১টি
* মহিলা মাদ্রাসা : ২টি
৩০। শিশুদের বিদ্যালয় ভর্তির হার: ৯৫%
৩১। শিশুদের বিদ্যালয়ের উপস্থিতির হার: ৮৬%
ক) পুরুষ: ৪৩.৫০%, খ) নারী: ৪২.২৯%
৩২। ছোট বড় কলকারখানা : ৭০টি
৩৩। তিতাস গ্যাস পাইপ লাইন ডাবল (জাতীয়) ১০কি:মি: প্রায়।
৩৪। কৃষি:
* মোট জমি : ৩৮.৯৫ একর
* আবাদি নীট ফসলি জমি : ৩০৬০.৩৩ একর
* প্রধান ফসল: ধান, পাট, গম, কলা, পেপে, মরিচ, বাদাম,সরিষা, আখ, আলু, বিভিন্ন ধরনের সবজি।
৩৫। কৃষি পরিবার : ৫৮২৮টি
* বড় চাষী : ১৩জন
* মাঝারী চাষী : ২৩৭ জন
* ক্ষুদ্র চাষী : ১৭০৫জন
* প্রান্তিক চাষী : ২৪৬১জন
* ভূমিহীন : ১৪১২জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস