আমিরগঞ্জ ইউনিয়ন কৃষি অফিস
আমিরগঞ্জ রেল ষ্ট্রেশন হতে ১/২ কি: মি: দূরে আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ অবস্থিত
ইউনিয়ন কমপ্লেক্সে কৃষি অফিস অবস্থিত।
১। কৃষক ভাইরা যেন তাদের সমস্যা চিহিৃত করতে পারেন এবং সম্ভাব্য সমাধানও খুজে পেতে পারেন সে ব্যাপারে সাহায্য করা;
২। স্থানীয় চাহিদার ভিত্তিতে ব্লকে সম্প্রসারণ কার্যকান্ড বাস্তবায়ন করা;
৩। কৃষকের জন উপযুক্ত সম্প্রসারণ কাযকান্ড পরিকল্পনার লক্ষ্যে উপজেলা পরিকল্পনা কাযশালাকে সহায়তা করা;
৪। তথ্য সংগ্রহে কৃষকের সহায়তা দেয়া। অন্যান্য সম্প্রসারণ সহযোগী সংস্থা থেকে সেবা প্রহণে কৃষকদের সহায়তা করা;
৫। ব্লকের তথ্য সংগ্রহ ও রেকর্ড করা।
যেমন:
* প্রাকৃতিক সম্পদ,
* জনসংখ্যা,
* বিভিন্ন আবাদি ফসলের পরিমান,
* উপকরণের চাহিদা,
* উৎপাদিত পন্যের বাজারজাতকরণ পদ্ধতি,
* প্রযুক্তি ব্যবহারে কৃষকের সংখ্যা,
* সমস্যা চিহিৃতকরণ ও পরীক্ষান্তে ব্যবস্থা গ্রহণ ইত্যাদি।
৬। বিভিন্ন ফসলের শস্যকর্তন ও উৎপাদিত ফসলের পরিসংখান প্রনয়ন।
৭। পরিবেশ রক্ষায় কৃষকদের পরামর্শ প্রদান করা।
৮। কৃষকের অর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করা।
ইউনিয়ন কৃষি কমিটির কার্যাবলী
• ইউনিয়ন পর্যায়ে কৃষি উন্নয়ন কার্যক্রমের সার্বিক সমন্বয়ের লক্ষ্যে অংশগ্রহণকারী সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কর্মসূচীর বিষয়ে নিয়মিত পর্যালোচনা করে।
• মাঠ পর্যায়ে অংশীদারিত্বমূলক পদ্ধতিতে কৃষি উন্নয়ন কর্মসূচী তৈরি করে উপজেলা কমিটির নিকট সুপারিশ পেশ করে।
ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত সেবা ও অধিকার
• কৃষির উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদের কৃষি ও অন্যান্য উন্নয়ন কাজ বিষয়ক স্থায়ী কমিটি দায়িত্ব পালন করে।
• জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে ইউনিয়ন পরিষদ কৃষিক্ষেত্রে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে।
• কৃষি বিষয়ক জরিপ: খাল, নালা, পুকুর ও বিল ইত্যাদির পরিসংখ্যান তৈরি করে।
• খাল, নালা, পুকুর ও বিল খননের মাধ্যমে সেচের ব্যবস্থা করে।
• বাঁধ ও পানি নিস্কাশন ব্যবস্থার রক্ষণাবেক্ষণ করে।
• উন্নত সার ও বীজ, কীটনাশক ঔষধ সম্পর্কে জনগণকে জানানো এবং সরবরাহের ব্যবস্থা করা ইউনিয়ন পরিষদের দায়িত্ব।
• প্রদর্শনী খামার বা প্লট তৈরিতে ব্লক সুপারভাইজারকে সহায়তা দেয়।
• কচুরিপানা পরিস্কার করা, পোকামাকড়ের হাত থেকে ফসল রক্ষা করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
• উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে।
ইউনিয়ন কম্পেক্স
* কৃষি অফিস
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস